নিউ জিল্যান্ডে ঘূর্ণিঝড় কুকের তাণ্ডবের আশঙ্কায় সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

_95625660_nz_getty_auckঘূর্ণিঝড় কুকের প্রভাবে ভারি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে নিউ জিল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নর্থ আইল্যান্ডে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলের দিকে ধেয়ে আসলেও ঘূর্ণিঝড় কুক দুর্বল হয়ে পড়ছে। এর প্রভাবে নিউ জিল্যান্ডের অনেক এলাকায় টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। এ অবস্থায় নর্থ আইল্যান্ডের কয়েকটি অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউজিল্যান্ডের সমারিক বাহিনী ও জরুরি বিভাগগুলোকে প্রস্তত রাখা হয়েছে।

স্থানীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় দেড়শ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারেন। ঘূর্ণিঝড়ের সময় উঁচু ঢেউ, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, বিমান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তীরবর্তী করমন্ডল উপদ্বীপের নিচু এলাকাগুলোর বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ইতোমধ্যে ওই এলাকায় ভূমিধসে সড়কগুলো বন্ধ হয়ে গেছে।

বিবিসি জানিয়েছে, বে অব প্লেন্টিতে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, এতে এখানকার কিছু এলাকায় আবারও বন্যা দেখা দিতে পারে। কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় ডেবির প্রভাবে ভারি বৃষ্টিপাতের সময়ও এই এলাকায় বন্যা হয়েছিল। 

কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নিউ জিল্যান্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে কুক। সূত্র: বিবিসি।

/এএ/