২০১৭ সালে দায়িত্বরত অবস্থায় নিহত ৬৫ সংবাদকর্মী

বিশ্বের বিভিন্ন দেশে ২০১৭ সালে দায়িত্ব পালন অবস্থায় অন্তত ৬৫ জন সংবাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এ তথ্য প্রকাশ করেছে।

সিরিয়ার আলেপ্পোতে আইএসের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে এক বিদ্রোহী যোদ্ধার সঙ্গে দৌড়ে পালাচ্ছেন এক নারী সাংবাদিক। ছবি- রয়টার্স

সংগঠনটির প্রতিবেদন অনুসারে, নিহত সংবাদকর্মীদের মধ্যে ৫০জন ছিলেন পেশাদার সাংবাদিক। বাকিদের মধ্যে সাতজন নাগরিক সাংবাদিক এবং আটজন ছিলেন সংবাদকর্মী।

২০১৭ সালে সংবাদকর্মীদের জন্য সবচেয়ে ভয়ংকর দেশ ছিল সিরিয়া, মেক্সিকো, আফগানিস্তা, ইরাক ও ফিলিপাইন।

নিহত সংবাদকর্মীদের মধ্যে ৩৫ জন নিহত হয়েছেন এমন অঞ্চলে যেখানে সশস্ত্র সংঘাত বা যুদ্ধ চলছে। বাকি ত্রিশজন এসব এলাকার বাইরে নিহত হয়েছেন। রাজনৈতিক দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে খবর সংগ্রহ ও প্রকাশের মতো সাংবাদিকতার জন্য ৩১জনকে টার্গেট করা হয়েছে। অপর ২৬ জন নিহত হয়েছেন বোমা হামলা ও মর্টার শেলের মধ্যে কাজ করতে গিয়ে।

সংগঠনটির এক বোর্ড সদস্য কাটতা গ্লোগার বলেন, যুদ্ধক্ষেত্রের বাইরে এতো সাংবাদিক নিহতের ঘটনাটি উদ্বেগজনক। অনেক দেশে অপরাধীরা মনে করেন সাংবাদিক পেশার প্রতি সহিংসতা চালানোর পরও তারা কোনও শাস্তির মুখোমুখি হবেন না।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৩০০ সংবাদকর্মী কারাগারে রয়েছেন। এদের মধ্যে অর্ধেকই রয়েছেন পাঁচটি দেশে। দেশগুলো হচ্ছে তুরস্ক, চীন, সিরিয়া, ইরান ও ভিয়েতনাম। সূত্র: রয়টার্স।