লাইফ জ্যাকেট না পরে জরিমানা গুনলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

লাইফ জ্যাকেট না পরে ডিঙ্গি চালানোর কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে ২৫০ ডলার জরিমানা করা হয়েছে। সিডনি হারবারে পয়েন্ট পাইপার ম্যানশনের কাছে তিনি এই ডিঙ্গি চালিয়েছিলেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

W4xF0r07

বুধবার অস্ট্রেলিয়ার দৈনিক পত্রিকাগুলোতে প্রধানমন্ত্রী মোটরচালিত ডিঙ্গি চালানোর ছবি প্রকাশিত হয়। ছবিতে দেখা যায় তিনি কোনও লাইফ জ্যাকেট পরেননি। যা নিউ সাউথ ওয়েলসের সমুদ্র নীতিমালার লঙ্ঘন।

শুক্রবার দেশটির ম্যারিটাইম সার্ভিস ঘটনাটি তদন্তের পর প্রধানমন্ত্রীকে ২৫০ ডলার জরিমানা করে। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, জরিমানার অংক পরিশোধ করা হবে।

টার্নবুল জানিয়েছেন, তিনি জেটি থেকে মাত্র ২০ মিটার ডিঙ্গিটি সরিয়েছেন। সেখানে তিনি বড়দিনে স্ত্রী লুসির সঙ্গে অবস্থান করছিলেন।

পত্রিকায় আইন লঙ্ঘনের খবর প্রকাশিত হওয়ার পর ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী জানান, নৌবাহিনী যখন যোগ দিয়েছিলেন তখন তিনি এই নিয়ম সম্পর্কে জেনেছিলেন। অনেক সময় নিয়ম টেকনিক্যাল হলেও তা আমাদের নিরাপদ রাখার জন্য করা হয়েছে। আমাদের সবার তা মেনে চলা উচিত।

টার্নবুল লিখেছেন, আমার শিক্ষা হয়েছে। আমি নিশ্চিত করব ডিঙ্গি চালানোর সময় লাইফ জ্যাকেট পরতে, দূরত্ব যাই হোক না কেন।