জাতীয় নির্বাচন: জাতিসংঘের নিবিড় পর্যালোচনায় বাংলাদেশের পরিস্থিতি

মহাসচিব অ্যান্থোনিও গুতেরেসের এক মুখপাত্র জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করছে জাতিসংঘ। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টেফানি দুজারিক এ মন্তব্য করেছেন।

stephane-dujarric-reuters-l-1545379676325

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে দুজারিক বলেন, আমরা পরিস্থিতিতে নিবিড় নজর রাখছি এবং নীতি হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানেই নির্বাচন হোক না কেন তা সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত। জনগণকে তাদের মত প্রকাশের সুযোগ দেওয়া উচিত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।