ডিসেম্বরে কমেছে মোবাইল গ্রাহকের সংখ্যা

২০১৮ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার। নভেম্বর মাস শেষে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ১৫ কোটি ৭০ লাখ। এক মাসের ব্যবধানে এ সংখ্যা কমেছে ২০ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এই তথ্য জানিয়েছে।

বিটিআরসি

বিটিআরসি’র তথ্য অনুসারে, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের গ্রাহকের সংখ্যা সবচেয়ে বেশি। ডিসেম্বরে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৭ কোটি ২ লাখ ৭৩ হাজার। নভেম্বর মাসের তুলনায় গ্রামীণফোনের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ৪ কোটি ৬ লাখ ৮৮ হাজার গ্রাহক নিয়ে দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা। ডিসেম্বর মাসের তাদের গ্রাহক সংখ্যা কমেছে। ডিসেম্বরে গ্রাহক কমেছে বাংলালিংকেরও, তাদের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার।

বিটিআরসি’র পরিসংখ্যান অনুসারে, নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ডিসেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯ কোটি ১ লাখ ৩৪ হাজার। ফিক্সড লাইনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় খুব বেশি পরিবর্তন আসেনি। এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫৭ লাখ ৩৫ হাজার।

উল্লেখ্য, গত ৯০ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেছেন এমন ব্যক্তিদের ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে চিহ্নিত করা হয়। সূত্র: টেলিকম্পেয়ার ডট কম।