মেধা প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান ১১৮তম

বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান আবারও তলানীতে। ২০১৯ সালের গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইনডেক্স (জিটিসিআই)-এ ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। গত বছর ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১৪তম।

Capture

২০১৩ সাল থেকে এই সূচক প্রতিবছর প্রকাশ করে আসছে আন্তর্জাতিক বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান আইএনএসইএডি।  এ বছরের প্রতিবেদনটি গত সপ্তাহে প্রকাশ করা হয়েছে ৬৮টি চলকের (ভ্যারিয়েবল) উপর ভিত্তি করে। এতে গুরুত্ব দেওয়া হয়েছে উদ্যোক্তা প্রতিভাকে। বিশ্বজুড়ে কিভাবে এই প্রতিভাকে উৎসাহ, পরিচর্যা ও উন্নয়ন করা হচ্ছে এবং তা বিভিন্ন অর্থনীতিতে তা কেমন প্রভাব ফেলছে।

২০১৯ সালে জিটিসিআই-তে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। তাদের পরে অবস্থান করছে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। গত বছরও দেশগুলো একই অবস্থানে ছিল। তালিকায় সবার নিচে রয়েছে ইয়েমেন। দেশটির অবস্থান ১২৫ তম। তাদের আগে রয়েছে কঙ্গো ও বুরুন্ডি। বাংলাদেশের অবস্থান ১১৮। দক্ষিণ এশিয়ার দেশ নেপাল রয়েছে ১১৯ তম স্থানে। তালিকায় ১১৭-তে অব্স্থান করে বাংলাদেশের চেয়ে এগিয়ে আসে ইথিওপিয়া।

দক্ষিণ এশিয়ার ভারত ৮০, শ্রীলঙ্কা ৮২, পাকিস্তান ১০৮ ও ভুটান রয়েছে ৮৩ তম অবস্থানে।