পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই প্রকল্পের আওতায় ছোট শহরের বাসিন্দাদের জন্য পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচিত ৩০ পৌরসভায় পাইপলাইনে পানির ব্যবস্থা নেই। এই প্রকল্পের মাধ্যমে পানির অবকাঠামো, পানি শোধনাগার, পানির সংরক্ষণ, পাইপ নেটওয়ার্কের মাধ্যমে সঞ্চালন ও সরবরাহ, মিটারসহ বাড়িতে সংযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।

উল্লেখ্য, বাংলাদেশে ৮৭ শতাংশ মানুষ বিভিন্ন উৎস থেকে দৈনন্দিন কাজে পানি সংগ্রহ করে। মাত্র ১০ শতাংশ পাইপলাইনে পানি পায়।  

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান প্রধান মার্সি টেম্বন বলেন, বাংলাদেশে দ্রুত নগরায়নের ফলে বড় ও ছোট শহরে পানি ও পয়ঃনিষ্কাশনসহ অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। আধুনিক শহরের অবিচ্ছেদ্য অংশ হলো পানি ও পয়ঃনিষ্কাশন। এর মাধ্যমে পৌর এলাকায় পাইপলাইনে পানি পৌঁছে দেওয়ার সরকারি লক্ষ্য অর্জিত হবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পটি অংশগ্রহণকারী পৌরসভাগুলো পয়ঃনিষ্কাশন ও ড্রেন ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। এর মধ্যে থাকবে সেপটেজ ব্যবস্থা, গণশৌচাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ।

এছাড়া পরিচ্ছনতাকর্মীদের উপকরণ ও প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।