ফেসবুক-গুগলকে মিডিয়ার সঙ্গে বিজ্ঞাপনের আয় ভাগাভাগিতে বাধ্য করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার ফেসবুক ও গুগল যাতে দেশটির সংবাদমাধ্যমের সঙ্গে বিজ্ঞাপন থেকে অর্জিত আয় ভাগাভাগি করার বিধি তৈরির নির্দেশ দিয়েছে। এই বিধি তৈরি হলে টেক জায়ান্ট কোম্পানি দুটি অস্ট্রেলিয়ার মিডিয়ার সঙ্গে বিজ্ঞাপনের আয় ভাগাভাগি করতে বাধ্য হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

3881

করোনা মহামারিতে অস্ট্রেলিয়ার বেশ কিছু আঞ্চলিক সংবাদপত্র ছাপা বন্ধ করে দিয়েছে। এছাড়া বেশ কিছু জাতীয় সংবাদমাধ্যম সংবাদকর্মীদের মজুরি কর্তন বা চাকরি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জশ ফ্রাইডেনবার্গ দেশটির প্রতিযোগিতা ও ভোক্তা কমিশনকে এই বিষয়ে একটি বিধিমালা তৈরির নির্দেশ দিয়েছেন।  

২০২০ সালের নভেম্বরে এই বিধিমালা চূড়ান্ত হবে। শুরুতে এই বিধিমালা কোম্পানির দরকষাকষি ভিত্তিক করার পরিকল্পনা ছিল। কিন্তু ডিজিটাল কোম্পানিগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনায় সাফল্যের পর এবং সম্প্রতি বিজ্ঞাপনের আয়ে ধস নামায় অস্ট্রেলিয়া তা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে।

নতুন বিধিমালায় ঐচ্ছিক বিধির সব বিধান থাকবে তবে এতে শাস্তির ব্যবস্থা থাকবে। এছাড়া এতে কোন কোন সংবাদ এর আওতায় থাকবে তা নির্দিষ্ট করা হবে। গুগল ও ফেসবুক ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ইনস্টাগ্রাম ও টুইটারকেও যুক্ত করা হবে।

খবরে বলা হয়েছে, জুলাইয়ের শেষ দিকে বিধিমালার খসড়া চূড়ান্ত হবে। এরপর সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে তা চূড়ান্ত হবে।

অস্ট্রেলীয় অর্থমন্ত্রী বলেন, মিডিয়া কোম্পানি যে কনটেন্ট তৈরি করেছে সেটির জন্য তাদের পাওনা পরিশোধ করাই ন্যায্য। এতে করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।

যোগাযোগমন্ত্রী পল ফ্লেচার জানান, নিউজ মিডিয়া ইকোসিস্টেম শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম মিডিয়া কনটেন্ট তৈরি, বিতরণ ও ব্যবহারের উপায় বদলে দিয়েছে। ফলে ডিজিটাল কোম্পানিগুলোকে নিউজ মিডিয়া কোম্পানির সঙ্গে আরও স্বচ্ছতার উন্নতি ঘটাতে হবে।