ইতালি সরকারের ত্রাণ তহবিলে বাংলাদেশি কমিউনিটির অনুদান

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ইতালি সরকারের পাশে দাঁড়ালেন প্রবাসী বাংলাদেশিরা। ফিরেন্স শহরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুদান তুলে দেওয়া হয়েছে সরকারি ত্রাণ তহবিলে।

96675394_2606778316261266_858229264258957312_n

ইতালির স্থানীয় সময় শনিবার বিকালে ফিরেন্স-এর সান্তা মারিয়া নুভা হাসপাতালের সভাপতি ও ফিরেন্স কমুনির কাউন্সিলর আন্দ্রিয়া ভানুচ্চির হাতে ৫ হাজার ইউরোর চেক তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের কনস্যুলার জর্জিয়া গ্রানাটা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি কমিউনিটির পক্ষে আব্দুর রউফ (জীবন) ও কনস্যুলার জর্জিয়া গ্রানাটা স্বাস্থ্য খাতে ব্যয়ের জন্য ওই চেক ফিরেন্স কমুনির কাউন্সিলরের হাতে তুলে দেন।

এই উদ্যোগে অন্যদের মধ্যে ভূমিকা রেখেছেন নুরুল আলম (নুরু), জাহাঙ্গীর আলম ভূইয়া (সাগর), আজাদ হোসেন (ইমাম), ওমর শিকদার,শরীফ মৃধা, কবির আহম্মদসহ অনেকেই। বাংলাদেশ কমিউনিটি ফিরেন্সের প্রায় সব প্রবাসী সহযোগিতা করেছেন। এ উদ্যোগের অনলাইন কমিউনিকেশনের দায়িত্বে ছিলেন মোস্তাফিজুর রহমান (বোরহান)।