নিউ জিল্যান্ডে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

নিউ জিল্যান্ডের অকল্যান্ডে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এই বিক্ষোভে অনেক মানুষ অংশগ্রহণ করেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের অনেকেই মাস্ক পরেননি ও সামাজিক দূরত্ব বজায় রাখেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

1599886432285

বিক্ষোভের আয়োজকদের একনজন অ্যাডভান্স নিউ জিল্যান্ড পার্টির নেতা জেমি-লি রস বলেন, আমরা আজ এখানে জড়ো হয়েছি কারণ আমরা বিশ্বাস করি আমাদের অধিকারের জন্য লড়াই করতে হবে। আমরা এখানে জড়ো হয়েছি নিজেদের অধিকার ও স্বাধীনতা ফেরত পাওয়ার জন্য।

তাৎক্ষণিকভাবে বিক্ষোভে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

এই মাসের শুরুতে বিধিনিষেধ শিথিল করেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তবে অকল্যান্ডে সতর্কতার মাত্রা ২.৫ থাকার ফলে ১০ জনের বেশি মানুষের সমবেত হওয়া নিষিদ্ধ রয়েছে। দেশজুড়ে গণপরিবহনে ভ্রমণের সময় মাস্ক পরা আবশ্যক।

শনিবার দেশটিতে নতুন দুজন আক্রান্ত শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৪ জনে এবং মৃত্যু হয়েছে ২৪ জনের।