একেবারে কাছাকাছি আসছে বৃহস্পতি-শনি

প্রায় ৪০০ বছর পর হতে চলেছে ইতিহাসের পুনরাবৃত্তি। আজকের (২১ ডিসেম্বর) আকাশে ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা ‘গ্রেট কনজাংশন’। একেবারে কাছাকাছি আসছে বৃহস্পতি ও শনি গ্রহ। গ্যালিলিওর টেলিস্কোপ আবিষ্কারের ১৩ বছর পর, অর্থাৎ ১৬২৩ সালে শেষ বার এই দুই গ্রহকে এত কাছাকাছি দেখা গিয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

GettyImages-1292025385

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটি এক বিরলতম ঘটনা। শনি ও বৃহস্পতি গ্রহের মধ্যে দূরত্ব ৭৬ কোটি কিলোমিটার। দু’টি গ্রহই নিজের নিজের কক্ষপথে ঘুরে চলেছে। কিন্তু নিজের কক্ষপথে খাকাকালীন কেউ পূর্বে থাকে, তো কেউ পশ্চিমে থাকে।  এই প্রথম তারা এক জায়গায় আসছে। এদের দূরত্ব একই থাকছে। কিন্তু এরা ধরা পড়তে চলেছে একই দৃষ্টিপথে। যাকে বলা চলে মহা সংযোগ’।

নাসা-র ওযেবসাইটে বলা হয়েছে, সাধারণত শনি ও বৃহস্পতি দু’টি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত বেশি। সেই কারণে গ্রহাণু হামলার হাত থেকে তারাই ছাতার মতো রক্ষা করে পৃথিবীকে। এই দুই গ্রহ নিজের শক্তির জোরে বেশির ভাগ গ্রহাণুকে নিজের দিকে টেনে নেয়। তারাই একসঙ্গে আসছে। এর সরাসরি প্রভাব পৃথিবীতে পড়বে না। শুধু উৎসাহী জনতা চাইলেই সন্ধ্যায় চোখে টেলিস্কোপ লাগিয়ে দেখতে পারেন এই দুই গ্রহের অবস্থান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গ্রহ দুটি সোমবার সূর্যাস্তের পর পর দেখতে হলে দক্ষিণ-পশ্চিম দিগন্তে তাকাতে হবে। বৃহস্পতিবার উপরের দিকে ডানপাশে থাকবে আকারে দেখতে ছোট শনি গ্রহ।

গ্রহ দুটির দূরত্ব থাকবে ৭৩০ মিলিয়ন কিলোমিটার। বৃহস্পতি থেকে পৃথিবীর দূরত্ব থাকবে ৮৯০ মিলিয়ন কিলোমিটার। শনি ও বৃহস্পতি গ্রহের পরবর্তী মহা সংযোগ হতে পারে ২০৮০ সালের ১৫ মার্চ।