অতীত তুলে ধরতে জাতীয় সংগীতে পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

১ জানুয়ারি থেকে অস্ট্রেলীয়রা নতুন ধরনের জাতীয় সংগীত গাইবে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় সংগীতের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। পরিবর্তিত কথা অনুসারে, অস্ট্রেলিয়াকে তরুণ ও মুক্ত উল্লেখ করা হবে না। বরং থাকবে আমরা এক এবং মুক্ত। যা দেশটির দীর্ঘ দেশীয় ইতিহাসের প্রতিফলন ঘটাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_116317281_gettyimages-1289536877

খবরে বলা হয়েছে, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর এই পরিবর্তনের ঘোষণা আকস্মিক হলেও সরকারের বিভিন্ন স্তরে এটিকে স্বাগত জানানো হয়েছে।

মরিসন বলেছেন, তিনি আশা করছেন এই পরিবর্তন ঐক্যের চেতনা সৃষ্টি করবে।

১৮ শতকে শ্বেতাঙ্গ ইংরেজদের দ্বারা ঔপনিবেশিক শেকলে আবদ্ধ হওয়ার কয়েক হাজার বছর আগে থেকেই অস্ট্রেলিয়াতে জনগণের বসবাস ছিল।

গত বছরের শুরুতে নিউ সাউথ অয়েলস রাজ্যের নেতা গ্ল্যাডিজ বেরেজিকলাইন জাতীয় সংগীতে পরিবর্তন আনার সুপারিশ করেছিলেন। তিনি বলেছিলেন, বর্তমান জাতীয় সংগীতের কথায় অস্ট্রেলিয়ার প্রথম জাতির সংস্কৃতির গর্বের কথা ফুটে উঠেনি।