ক্ষমা চাওয়ার দাবিতে অর্ধশত পাকিস্তানি দূতাবাসে প্রবাসীদের স্মারকলিপি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বের ৫০টি দেশের পাকিস্তান দূতাবাসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে স্মারকলিপি দিয়েছে বিশ্বব্যাপী প্রবাসীদের সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের আনুষ্ঠা‌নিকভা‌বে ক্ষমা চাওয়ার দা‌বি‌তে সুবর্ণজয়ন্তীর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থে‌কে এ কর্মসুচী নেওয়‌া হ‌য়েছে।

স্মারকলিপিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান‌ খান‌কে ১৯৭১ সা‌লে বাংলা‌দে‌শের নিরীহ, নিরস্ত্র জনগণের উপর নারকীয় হত‌্যা ও বর্বরতার কথা তু‌লে ধ‌রে পা‌কিস্তানের প‌ক্ষ থেকে বাংলা‌দে‌শের কা‌ছে আন‌ুষ্ঠা‌নিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানা‌নো হয়।

প্রবাসী অধিকার পরিষদের সভাপতি কবির হোসাইন ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার সাক্ষরিত স্মারকলিপি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ,  যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইরান, ইরাক, ভারতসহ বিশ্বের ৫০ টি দেশে অবস্থিত পাকিস্তান দূতাবাসে পাঠানো হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, ইমরান খান ২০১১ সালে বিরোধীদলীয় নেতা থাকা সময় এক সাক্ষাৎকারে ব‌লে‌ছি‌লেন, তি‌নি ম‌নে ক‌রেন ৭১- এর বর্বরতার ঘটনায় বাংলা‌দে‌শের কা‌ছে পা‌কিস্তা‌নের ক্ষমা চাওয়া উচিত। পাকিস্তান ক্ষমা চাইলে এতে করে উভয় দেশের সম্পর্ক শক্তিশালী হবে।