আটলাসিয়ান কর্মীদের বছরে অফিস হাজিরা মাত্র ৪ দিন

অস্ট্রেলীয় টেক জায়ান্ট আটলাসিয়ান জানিয়েছে, তাদের নতুন টিম এনিহোয়্যার নীতির আওতায় কর্মীদের বছরে মাত্র চার দিন অফিসে হাজিরা দিতে হবে। এই নীতির মাধ্যমে কর্মীদের যে কোনও স্থান থেকে কাজের সুযোগ দেবে আট হাজার কোটি ডলারের কোম্পানিটি। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এখবর জানিয়েছে।

কোম্পানিটির নতুন টিম এনিহোয়্যার নীতির আওতায় ৫ হাজার ৭০০ আন্তর্জাতিক কর্মী বিশ্বের যে কোনও স্থান থেকে কাজ করতে পারবেন। যদি ওই স্থানে আটলাসিয়ানের শাখা থাকে এবং সেখান থেকে কাজ করার আইনি অধিকার থাকে তাহলে এভাবে কাজের সুযোগ পাওয়া যাবে। এক্ষেত্রে টাইমস জোন মোটামুটি অপর টিমগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

আটলাসিয়ানের সহ-প্রতিষ্ঠাতা ও সহ-প্রধান নির্বাহী স্কট ফারকুহার জানান, বাসা থেকে স্থায়ীভাবে কাজ করার কাঠামো গড়ে তোলা অস্ট্রেলীয়ভিত্তিক কোম্পানিটির বৈশ্বিক কর্মীবাহিনীর সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তিনি বলেন, অতীতের কথা বিবেচনায় নিলে আটলাসিয়ান মূলত একটি বৈশ্বিক কোম্পানি। আমরা মনে করি বিশ্বের সব প্রান্তে মেধা রয়েছে, শুধু সিলিকন ভ্যালিতে নয়।

স্থায়ীভাবে বাসা থেকে কাজের কাঠামো গড়ে তুললেও অফিস থাকবে। এছাড়া সিডনিতে তাদের সদর দফতর গড়ে তোলার কাজও চলমান রয়েছে। তবে আরও বেশি স্থানজুড়ে অফিস গড়ে তোলার পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে।

কর্মীদের মনোভাবের জরিপের ভিত্তিতে কোম্পানিটি আশা করছে মোটামুটি ৫০ শতাংশ অফিস উপস্থিতি থাকবে।