ছেলের শখ মেটাতে যা করলেন চীনা ধনকুবের

ছেলের শখের তোলা আশি কোটি টাকা হলেও ক্ষতি নেই, বাবা যদি হন বিলিয়নেয়ার। আর সেটারই প্রমাণ দিলেন শিহুয়া নামের এক ব্যবসায়ী। নিজে টুকটাক ফুটবল খেলতেন আগেই। শখ ছিল ছেলের সঙ্গে একই টিমে খেলবেন। কিন্তু ছেলের ওজনটা বড্ড বেয়াড়া। গুনে গুনে একেবারে ১২৬ কেজি। এ ওজন নিয়ে কুস্তি খেলা যায়, ফুটবল নয়। আর তাই শ্যাংডন প্রদেশের জিবো কুজু ক্লাবের বড় অংকের শেয়ারই কিনে ফেললেন ধনকুবের বাবা।

অবশ্য টাকার জোরে ১০ নম্বর জার্সিটা বরাদ্দ রেখেছেন নিজের জন্যই। দাপিয়ে বেড়াচ্ছেন ফরোয়ার্ডে। অবাক করা বিষয়টি হলো ১২৬ কেজি নিয়েও দেদার মাঠে দুলকি চালে হেঁটে বেড়াচ্ছেন তার ছেলে। কিক ও পাস করছেন ঠিকঠাক। একটি ভিডিওতে তাকে কর্নার শটও নিতে দেখা গেছে।

এ নিয়ে যথারীতি চীনা অনলাইনে শুরু হয়েছে ট্রল। কেউ বলছেন এত দামি একটা ক্লাব কিনে সেখানে কোচকে লাইনআপ বানাতে বাধ্য করাটা এক ধরনের অপরাধ। ফুটবলের সঙ্গে মশকরা করছেন বিলিয়নেয়ার শিহুয়া। তবে শিহুয়ার খেলা দেখতেও কিন্তু ভাইরাল হচ্ছে জিবো কুজুর ম্যাচগুলো।

সূত্র: স্পুকি