বিষাক্ত পালং শাক খেয়ে অস্ট্রেলিয়ায় অসুস্থ ৯

অস্ট্রেলিয়ায় কয়েক মানুষ বিষাক্ত পালং শাক খাওয়ার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এদের অনেকের মধ্যে দৃষ্টিবিভ্রম দেখা দিয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এমন অসুস্থ মানুষের সংখ্যা ৯জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, কস্টকো অঞ্চলের রিভিয়েরা ফার্ম-এর উৎপাদিত পালং শাক খাওয়ার পর এই ৯ ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রলাপ, হৃদস্পন্দন বৃদ্ধি এবং দৃষ্টিবিভ্রমের মতো উপসর্গ রয়েছে।

রিভিয়েরা ফার্ম বলেছে, ধারণা করা হচ্ছে একটি আগাছার মাধ্যমে পালং শাক দূষিত হয়েছে। তবে অন্য কোনও পণ্য আক্রান্ত হয়নি।

নিউ সাউথ ওয়েলথ স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই ব্র্যান্ডের পালং শাক, যেগুলোর মেয়াদোত্তীর্ণের তারিখ ১৬ ডিসেম্বর, সেগুলো খাওয়ার জন্য নিরাপদ নয়। এগুলো ফেলে দেওয়া উচিত।

একই সঙ্গে এই শাক খেয়ে কেউ অস্বাভাবিক বোধ করলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে তারা।

কর্তৃপক্ষ বলেছে, আক্রান্তদের সবাই সিডনির বাসিন্দা।