কালিনিনগ্রাদে পারমাণবিক বোমাবাহী মিসাইল মোতায়েন রাশিয়ার

রাশিয়ার ইসকান্দার মিসাইলন্যাটো সামরিক জোটের অন্তর্ভূক্ত দেশ লিথুয়ানিয়া ও পোল্যান্ড সীমান্তে কালিনিনগ্রাদে পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইল মোতায়েন করেছে রাশিয়া। কালিনিনগ্রাদ রাশিয়ার একটি ছিটমহল যা পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তীতে অবস্থান করছে।  শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিনাস লিঙ্কেভিসিয়াস জানান, পশ্চিমাদের কাছ থেকে বিশেষ সুবিধা আদায় করতেই রাশিয়া এ মিসাইল মোতায়েন করেছে। ইসকান্দার নামের এই মিসাইল পারমাণবিক বোমা বহনে সক্ষম।

সিরিয়া ও ক্রিমিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্পর্কে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ মিসাইল মোতায়েন সামরিক প্রশিক্ষণের অংশ। এর আগেও এভাবে মিসাইল মোতায়েন করা হয়েছে।

ইসকান্দার মিসাইল ব্যবস্থা ৭০০ কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম। এ হিসেবে কালিনিনগ্রাদ থেকে রাশিয়া জার্মানির বার্লিন শহরে মিসাইল নিক্ষেপ করতে পারবে।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্থনি মেসিয়ারেভিখ রাশিয়ার এ পদক্ষেপকে বিরাট উদ্বেগের বলে জানিয়েছেন। এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এ পদক্ষেপ হয়ত ন্যাটোর প্রতি রাশিয়ার বিরুপ মনোভাবের প্রতিফলন। ন্যাটো পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্টোনিয়াতে আগামী বছর সেনা মোতায়েনের সংখ্যা বৃদ্ধি করতে চাচ্ছে।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানিয়েছেন, মিসাইল মোতায়েনের এ ঘটনা বিশেষ কিছু না। গত বছর সামরিক মহড়ার অংশ হিসেবেই ইসকান্দার মিসাইল কালিনিনগ্রাদের পাঠানো হয়েছে।

রাশিয়ার ক্রিমিয়া দখল ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্রমাগত সমর্থন পশ্চিমা দেশগুলোর সঙ্গে দেশটির দূরত্ব তৈরি করেছে। ফিনল্যান্ড, সুইডেন, এস্টোনিয়া ও লাটভিয়া সম্প্রতি রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে দেশগুলোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে। সূত্র: বিবিসি।

/এএ/