রাশিয়ায় পুতিনবিরোধী নাভালনিসহ শতাধিক বিক্ষোভকারী আটক

nonameরাশিয়াজুড়ে প্রেসিডেন্ট পুতিনবিরোধী বিক্ষোভের ডাক দেওয়া দেশটির বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিসহ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সোমবার মস্কো ও সেন্ট পিটার্সবার্গে দুর্নীতিবিরোধী মিছিল ও সমাবেশ করার সময় বিক্ষোভকারীদের আটক করা হয়। এর আগে সকালে নিজ বাসা থেকে নাভালনিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নাভালনির বিক্ষোভের ডাকে সাড়া দিয়ে মস্কো ও বেশ কয়েকটি রুশ শহরে কয়েক হাজার মানুষ রাস্তায় নামেন। স্থানীয় একটি এনজিও জানিয়েছে, প্রায় ৯০০ মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে মস্কো থেকে ৬০০ এবং সেন্ট পিটার্সবার্গে ৩০০ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভে ৫ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়।

এর আগে সকালে নাভালনির স্ত্রী টুইটারে জানান, ফ্ল্যাটের কাছ থেকে নাভালনিকে আটক করে নিয়ে যায় পুলিশ। অনুমোদনহীন বিক্ষোভ আয়োজন করায় তাকে আটক করা হয়।

পুতিনের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন নাভালনি। আগামী রুশ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন তিনি। সূত্র: বিবিসি।

/এএ/