ডলারের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থা মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিচ্ছে রাশিয়া। সোমবার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ’র বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

visa.n

রিয়াবকভ জানান, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নিচ্ছে রাশিয়া। তিনি বলেন, ‘মুদ্রা নিষ্পত্তির ক্ষেত্রে আমরা ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি আমদানি কমানোর প্রতি বিশেষ নজর দিচ্ছি। আমরা আমদানী পণ্যের পরিমাণ কমিয়ে নিজস্ব পণ্য উৎপাদনের ওপর জোর দিতে যাচ্ছি।’

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব পদক্ষেপ নেওয়া রাশিয়ার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে, রাশিয়া ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকোমিনিকেশন সিস্টেম বা সুইফ্ট থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।  আন্তর্জাতিক বাজারে বৈদেশিক মুদ্রার লেনদেন সুইফ্ট সিস্টেমের মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে করা হয়ে থাকে।

উল্লেখ্য, বুধবার ট্রাম্প কংগ্রেসে পাস হওয়া রুশ নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করেছেন। এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া কর্তৃক ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের ঘটনা। এই নিষেধাজ্ঞার মাধ্যমে এসব ঘটনায় রাশিয়াকে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায় মার্কিন কংগ্রেস।

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে মস্কোর বিরুদ্ধে ‌পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের ঘোষণা' বলে আখ্যায়িত করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞার বিলটি পাস হওয়ার পরই পাল্টা পদক্ষেপ নেয় রাশিয়া। দেশটিতে দায়িত্বপালনরত ৭৫৫ মার্কিন কূটনীতিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো দূতাবাস ছাড়াও একাতেরিনবার্গ, ব্লাদিভোস্তোক ও সেন্ট পিটার্সবার্গে কনস্যুলেটগুলো থেকেও কূটনীতিককে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন পুতিন।  সূত্র: রয়টার্স

/এএ/