জেরুজালেম ইস্যুতে পুতিনের সহযোগিতা চাইলেন আব্বাস

 

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির ঘটনায় সৃষ্ট সংকটে রাশিয়ার সহযোগিতা চেয়েছে ফিলিস্তিন। সোমবার রাশিয়া সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এই সহযোগিতা চান।

7ea0747446bdc2b3e7b7d2215b708f06a96ca6b0

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মস্কো সফরের মাত্র দুই সপ্তাহ পর রাশিয়া সফরে গেলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন আব্বাস। ২০ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন তিনি।

জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে দীর্ঘদিনের আন্তর্জাতিক কূটনীতির লঙ্ঘণ হিসেবে মনে করেন ফিলিস্তিনিরা। এর মধ্য দিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিকেও অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন।

ইনস্টিটিউট ফর ইউএস অ্যান্ড কানাডিয়ান স্টাডিজ-এর মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞ আলেক্সান্ডার শুমিলিন আব্বাসের সফরকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপ হিসেবে দেখছেন। কারণ রাশিয়া-ইসরায়েল সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে।

শুমিলিন আরও মনে করেন, আব্বাসের জন্য এটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে তা তেমন ভূমিকা রাখবে না। তিনি বলেন, এই সফরে বড় কিছু হয়ে যাবে এমনটা আশা করার কিছু নাই। সূত্র: এএফপি।