রাশিয়ার দাগেস্তানে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪

 

রাশিয়ার দাগেস্তান এলাকায় একটি গির্জায় বন্দুকধারীর হামলায় চার ব্যক্তি নিহত হয়েছেন। শিকারের রাইফেল চালানো হামলায় আরও চার ব্যক্তি আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

shooting_1518968920861_34545899_ver1.0_640_360

রবিবার সন্ধ্যায় কিজলিয়ার শহরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। চেচনিয়া সীমান্তের কাছে অবস্থিত শহরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস।

শহরের মেয়র আলেক্সান্দার শুভালভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, গুলিবর্ষণে চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে হামলার মোটিভ সম্পর্কে জানা যায়নি।

চেচনিয়া ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চল দাগেস্তান। অঞ্চলটি মুসলিম প্রধান বলে পরিচিত। চেচনিয়ায় দুটি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের পর দাগেস্তানে ইসলামপন্থীদের সশস্ত্র সংগ্রাম ছড়িয়ে পড়ে।