নতুন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া

ফিনল্যান্ডের হেলসিংকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচিত বৈঠকের পরই রাশিয়ার সামরিক বাহিনী নতুন একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে উচ্চ ক্ষমতার লেজার অস্ত্র এবং পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

putin-russia-military

অস্ত্র পরীক্ষার অগ্রগতির ঘোষণা দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০১৮ সালের মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট পুতিনের ভাষণের মধ্য দিয়ে এই পরীক্ষার সূচনা হয়েছিল।

মন্ত্রণালয় জানায়, বুরেভেস্টনিক ক্রুজ মিসাইল ভূমিতে পরীক্ষা করা হয়েছে। এখন তা আকাশে পরীক্ষার জন্য প্রস্তুত।

সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্রের অনুশীলন করছেন। একই সঙ্গে তারা পানিতে পসেইডন নামের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ড্রোনের পরীক্ষামূলক চালনা শুরু করেছেন।

এপি জানিয়েছে, পশ্চিমাদের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে সামরিক শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। কিন্তু বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্র পরীক্ষার ঘোষণাটি এমন সময় এলো যখন আগের সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছিল।