অক্টোবরে ভারত সফর করবেন পুতিন

দুই দিনের সফরে ৫ অক্টোবর নয়া দিল্লি পৌঁছাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্ষিক ভারত-রাশিয়া সম্মেলনে যোগ দিতে তিনি দিল্লি সফর করবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

79FB699A-C583-4D06-8844-CEC930295196_cx0_cy6_cw0_w1023_r1_s

এবারের ভারত-রাশিয়া সম্মেলন অনুষ্ঠিত ৪ ও ৫ অক্টোবর। এতে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন চুক্তি হতে পারে।

অক্টোবরের সম্মেলনটি উভয় দেশের মধ্যে ১৯তম সম্মেলন। সর্বশেষ ২০১৭ সালে রাশিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফর করেছিলেন।

এবারের সম্মেলনে রাশিয়ার কাছ থেকে ভারত বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রুশ এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জাম, চারটি প্রজেক্ট ১১৩৫৬ ফ্রিগেট, ৪৮টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার এবং ২০০টি কেএ-২২৬টি (T) হেলিকপ্টার।

এর আগে ২০১৬ সালে ভারত ৩৯ হাজার কোটি রুপিতে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছিল। রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনায় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় ভারতও নিষেধাজ্ঞার আশঙ্কা করছে।