৫৬ জনকে হত্যায় দ্বিতীয় যাবজ্জীবন সাবেক রুশ পুলিশ কর্মকর্তার

আধুনিক রাশিয়ার সবচেয়ে বেশি মানুষকে হত্যাকারী হিসেবে কুখ্যাতি পাওয়া সাবেক রুশ পুলিশ কর্মকর্তা মিখাইল পপকভকে ৫৬ জনকে হত্যার দায়ে দ্বিতীয়বারের মতো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২২টি হত্যাকাণ্ডের জন্য তিনি প্রথম যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_104714742_popkovcupafp

খবরে বলা হয়েছে, ৫৩ বছরের পপকভ ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫৫ জন নারী ও এক পুলিশ কর্মকর্তাকে হত্যার জন্য এই সাজা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মধ্যরাতে মানুষকে গাড়ি ভ্রমণের কথা বলে তুলে নিয়ে যেতেন এবং পরে হত্যা করতেন। এদের মধ্যে অন্তত ১০ জন ধর্ষণের শিকার হয়েছেন। ২০১২ সালে গাড়িতে থাকা ডিএনএন’র সঙ্গে মিল পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

পপকভের হত্যার শিকার হওয়া নারীদের বয়স ১৬ থেকে ৪০ বছর। শুধু একজন পুরুষ পুলিশ সদস্য। তিনটি হত্যাকাণ্ডের সময় তিনি পুলিশের গাড়ি নিয়ে দায়িত্বরত অবস্থায় ছিলেন।

সোভিয়েত আমলের চেজবোর্ড কিলার বলে কুখ্যাত আলেক্সান্দার পিছুসকিনের ৪৮ ও আন্দ্রেই চিকাতিলোর ৫২ হত্যাকাণ্ডের চেয়ে বেশি খুন করেছেন পপকভ।

২০১৫ সালে ইর্কতুস্কের একটি আদালত তাকে ২২টি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু আরও হত্যাকাণ্ডের তদন্তের জন্য তাকে পুলিশের হেফাজতে রাখা হয়।