গুপ্তচরবৃত্তির জের: স্লোভাকিয়ার কূটনীতিককে বরখাস্ত করলো রাশিয়া

মস্কোর স্লোভাকিয়া দূতাবাসে কর্মরত এক সামরিক অ্যাটাশেকে বরখাস্ত করেছে রাশিয়া। ওই স্লোভাক কূটনীতিককে দুই দিনের মধ্যে রাশিয়া ছেড়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা আরআইএ এখবর জানিয়েছে।

1f6447c76e99ed55fe7e9946c7226743aa1110b3

২২ নভেম্বর রাশিয়ার এক কূটনীতিককে বরখাস্ত করে স্লোভাবাকিয়া। এর জের ধরেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার আরেকটি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

রুশ কূটনীতিককে বরখাস্তের কারণ হিসেবে স্লোভাকিয়া জানায়, ওই রুশ কূটনীতিকের বিরুদ্ধে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। সূত্র: রয়টার্স।