ভবনে বিস্ফোরণ

আইএসের দায় স্বীকারের দাবি নাকচ করল রাশিয়া

রাশিয়ায় একটি ভবনের একাংশ বিস্ফোরণে উড়ে যাওয়ার পর ‘ইসলামিক স্টেটের’ (আইএস) দায় স্বীকার করে দেওয়া বিবৃতিকে দিয়েছে তা নাকচ করে দিয়েছে রাশিয়া। দেশটির ভাষ্য, আইএস নিজেদের জাহির করার জন্য এমন দাবি করে থাকে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভবনে বিস্ফোরণ ঘটার কারণ হিসেবে রাশিয়া গ্যাস লাইনে লিক হওয়ার কথা উল্লেখ করেছে।s2.reutersmedia.net

২০১৮ সালের ৩১ ডিসেম্বর রাশিয়ার ম্যাগনিটোগর্স্ক শহরে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সংশ্লিষ্ট ভবনের বড় অংশ বিধ্বস্ত হয়। এতে নিহত হন ৩৯ জন। ঘটনাস্থল পরিদর্শন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রাশিয়া প্রাথমিকভাবে ধারণা করছে, বিস্ফোরণের কারণ গ্যাস লাইনের লিক হওয়াকে। নিরাপত্তা নির্দেশনার ঘাটতি এবং পুরানো হয়ে যাওয়া অবকাঠামোর জন্য দেশটিতে এমন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

‘ইসলামিক স্টেট’ তাদের আল নাদা সংবাদমাধ্যমে দাবি করে, সংগঠনটির সদস্যরা ১০ তলা ভবনটিতে বিস্ফোরক স্থাপন করেছিল। আর সে কারণেই ভবনের একাংশ বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণের কারণে ‘ক্রুসেডারদের’ নববর্ষের উৎসব সৎকার আয়োজনে পরিণত হয়েছে।এই বিস্ফোরণের দায় স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের দেওয়া বিবৃতিকে সামনে নিয়ে আসে রাশিয়ার কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম। তারা তিন জন আত্মঘাতী আইএস জঙ্গির নাম উল্লেখ করে দাবি করে, জঙ্গি হামলার কারণের বিস্ফোরণ ঘটেছে।

অসমর্থিত প্রতিবেদনগুলোর ভাষ্য, ৩১ ডিসেম্বর ঘটনাস্থলের কাছেই পুলিশের গুলিতে তিন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়। তারা একটি কাভার্ড ভ্যানে করে পালানোর চেষ্টা করছিল। পুলিশের গুলিতে তাদের গাড়িতে রাখা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত, যা ভস্মীভূত করে দেয় গাড়িটিকে। কিন্তু রাশিয়ার তদন্তকারীরা মন্তব্য করেছেন, ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর দেওয়া বিবৃতি বিশ্বাস করার মতো নয়। ঘটনাস্থলে কোনও বিস্ফোরকের উপস্থিতি পাওয়া যায়নি। তদন্তকারীদের মুখপাত্র ভেটলানা পেত্রেঙ্কো মন্তব্য করেছেন, ‘সংবাদ মাধ্যমগুলোর উচিত নয় এসব ইসলামিক স্টেট জঙ্গিদের দাবিকে বিশ্বাস করা। কারণ তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত বড় বড় সব ঘটনার বিষয়ে নিজেদের কৃতিত্ব দাবি করে, যেসব দাবি অসত্য।’