রাশিয়ায় একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত

রাশিয়ায় একদিনে সর্বোচ্চ সংখ্যা করোনাভাইরাসে আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। যা দেশটির রেকর্ড। রবিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়াতে ৬ হাজার ৬০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৫৩ জনে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

download

খবরে বলা হয়েছে, মার্চ মাস থেকে রাশিয়াতে করোনার সংক্রমণ দ্রুত ছড়াতে শুরু করে। যদিও মহামারির শুরুর দিকে ইউরোপীয় দেশগুলোর তুলনায় কম আক্রান্ত শনাক্ত হয়েছিল।

রবিবারের আগে শনিবার একদিনে সর্বোচ্চ প্রায় ৫ হাজার আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৩৬১ জনের মৃত্যু হয়েছে।

করোনার বিস্তার ঠেকাতে বুধবার থেকে ডিজিটাল ভ্রমণ পাস ব্যবস্থা চালু করেছে রাশিয়া। ৩০ এপ্রিল পর্যন্ত রুশ নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার ৯ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয় উদযাপনের অনুষ্ঠানমালা বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে রেড স্কয়ারে সামরিক প্যারেডও অন্তর্ভুক্ত ছিল।