আলজেরিয়াতে ভ্যাকসিন উৎপাদন করবে রাশিয়া

করোনাভাইরাসের রুশ ভ্যাকসিন আলজেরিয়াতে উৎপাদনে প্রস্তুত রাশিয়া। মঙ্গলবার উত্তর আফ্রিকার দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ইগর বেলায়েভ এ তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

GettyImages-1228437024-2-scaled-e1602084186187 (1)

রুশ সংবাদমাধ্যম স্পুটনিককে ইগর বেলায়েভ বলেন, আলজেরিয়ার স্থানীয় পর্যায়ের জন্য ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করতে প্রস্তুত রাশিয়া।

রাষ্ট্রদূত জানান, বিষয়টি নিয়ে আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। বেলায়েভ উল্লেখ করেন, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) বিভিন্ন ধরনের সহযোগিতার প্রস্তাব দিচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে সরাসরি কেনা, প্রযুক্তি স্থানাস্তর ও রুশ ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়াকে এসব সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

রাশিয়ার উৎপাদিত স্পুটনিক ভি বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন হিসেবে নিবন্ধিত হয়। রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি অ্যান্ড মাইক্রোলজি এই ভ্যাকসিনটি উদ্ভাবন করেছে। এতে সহযোগিতা করেছে রুশ বিনিয়োগ সংস্থা। বর্তমানে ভ্যাকসিনটির তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।