গ্রীষ্মের শেষে হার্ড ইমিউনিটি অর্জন করবে রাশিয়া: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চলতি বছরের গ্রীষ্মের শেষ দিকে করোনাভাইরাসে হার্ড ইমিউনিটি অর্জন করবে রাশিয়া। রবিবার টেলিভিশনে দেওয়া ভাষণে একথা জানান তিনি। রুশ বার্তা সংস্থা আইফ্যাক্স এখবর জানিয়েছে।

পুতিন জানান, গ্রীষ্মের শেষে হার্ড ইমিউনিটি অর্জিত হলে করোনা বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।
গত সপ্তাহে করোনা ভ্যাকসিন নিয়েছেন পুতিন। রবিবার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তিনি জানান, পরের দিন সকালে তিনি পেশিতে হালকা ব্যথা এবং ইনজেকশনের জায়গায় স্বস্তি ছিল না। 

 বিশ্বে করোনায় আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ১৯ হাজার ৮৩২ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৭৪০ জনের।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ হাজার ৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৩৬ জনের।