যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা রাশিয়ার

মার্কিন নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিককে বহিষ্কার করবে মস্কো। এছাড়া মার্কিন প্রশাসনের নেওয়া অন্যান্য পদক্ষেপের ব্যাপারেও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার-হ্যাকিং, ইউক্রেনে নিপীড়নসহ বিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগে দেশটির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় ওয়াশিংটন। এর আওতায় রুশ কোম্পানিকে নিষিদ্ধ, রুশ কূটনীতিকদের বহিষ্কারের মতো বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়। এর একদিনের মাথায় শুক্রবার পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানায় মস্কো।

বাইডেন প্রশাসনের আট কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞার কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রাশিয়ার রাজনীতিতে হস্তক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিবৃত্ত করার কথাও জানান তিনি।

সের্গেই ল্যাভরভ বলেন, তারা যা করেছে আমরাও সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাবো।

সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠানোর কথাও জানান ল্যাভরভ।