কৃষ্ণ সাগরে ৩০ দেশের মহড়া, পাল্টা এস-৪০০ পরীক্ষা রাশিয়ার

কৃষ্ণ সাগরের বুকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন সামরিক মহড়ায় অংশ নেওয়ার মধ্যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া। চলমান উত্তেজনার মধ্যেই দখলকৃত ক্রিমিয়া থেকে এমন পরীক্ষা চালিয়ে সতর্ক বার্তা দিলো ভ্লাদিমির পুতিনের দেশটি।

সেখানে ২০টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের পাশাপাশি এসইউ-২৪এম বোমারু বিমানও মোতায়েন করে রাশিয়া। মঙ্গলবার ইন্টারফেক্সের বরাতে এ খবর জানা গেছে। তবে কখন এই পরীক্ষা চালিয়েছে তা স্পষ্ট করেনি মস্কো।

কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রসহ ৩০টির দেশের সামরিক মহড়া রাশিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে দেশটি। ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত  ২১ বার সামরিক মহড়া বাতিলের আহ্বান জানিয়ে আসছে মস্কো। অন্যথায় রাশিয়া যেকোনও ধরনের প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি করছে।

২০২১ সালের এই সামরিক মহড়া দুই সপ্তাহ ধরে চলবে। সেখানে ন্যাটো জোটসহ অন্যান্য দেশের ৫ হাজার সামরিক সদস্য অংশ নেওয়া কথা। পাশাপাশি ৩০টি যুদ্ধ জাহাজ এবং ৪০টি অত্যাধুনিক বিমানও মহড়ায় থাকছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস রস এবং ইউএস মেরিন কর্পস থাকছে কৃষ্ণ সাগরে এই সামরিক কর্মযজ্ঞে।

মহড়ার বিষয়ে রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনের নৌবাহিনীর কমান্ডার ওলেকসি নিঝাপপা বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য এটি শক্তিশালী বার্তা। যদিও রাশিয়া বরাবরের মতো মহড়ার বিষয়ে আপত্তি জানিয়েছে। কৃষ্ণ সাগরে মহড়া যতদিন অব্যাহত থাকবে ততদিন ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।