আফগান-তাজিক সীমান্ত সুরক্ষায় প্রস্তুত রুশ সেনাবাহিনী

তাজিকিস্তানে মোতায়েনকৃত রুশ সেনাবাহিনী মঙ্গলবার সামরিক মহড়ায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই মহড়া এমন সময় অনুষ্ঠিত হলো যখন আফগানিস্তান থেকে অনেক সেনা তাজিকিস্তানে প্রবেশ করছে এবং রাশিয়া তাজিক-আফগান সীমান্ত সুরক্ষা রাখতে প্রস্তুতির কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো প্রত্যাহার প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যেতে দেশটিতে তালেবানরা সরকারিবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বিভিন্ন স্থানে তালেবানের হামলার মুখে পালাচ্ছে ও আত্মসমর্পণ করছে আফগান সেনারা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সহস্রাধিক আফগান সেনা প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়েছে।

সোমবার তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাখমন আফগান সীমান্তে ২০ হাজার রিজার্ব সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

একই দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলেছেন রাখমনের সঙ্গে। তিনি বলেছেন, মস্কো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করবে।

বিদেশে রাশিয়ার বৃহত্তম সামরিক ঘাঁটিগুলোর একটির অবস্থান তাজিকিস্তানে। এখানে ট্যাংক, হেলিকপ্টার, ড্রোন ও অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে।

এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে তাজিকিস্তানের সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজনে সরাসরি বা আঞ্চলিক নিরাপত্তা ব্লকের মাধ্যমে সহযোগিতা করবে।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেঙ্কোও সোমবার একই কথা পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আফগান সীমান্তের ওপারে বেশিরভাগ ভূখণ্ড তালেবান নিয়ন্ত্রণ করছে।

রুডেঙ্কো বলেন, কয়েকটি সূত্র অনুসারে সেখানকার পরিস্থিতি উত্তেজনাময়। কারণ তাজিক-আফগান সীমান্তের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে তালেবান।