রুশ কর্মকর্তার সঙ্গে হামাস নেতার বৈঠক

ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাসের সিনিয়র নেতা ড. মুসা আবু মারজুক মস্কোতে এক রুশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি মিখাইল বোগদানোভ এ বৈঠকে উপস্থিত ছিলেন। শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মস্কোতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মধ্যপ্রাচ্য বিষয়ক বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হয়।

টুইটারে হামাস নেতা আবু মারজুক লিখেছেন, তিনি বোগদানোভের সঙ্গে বৈঠক করেছেন এবং ফিলিস্তিনিদের দাবির অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

তিনি আরও জানান, তারা দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের অধিকারের বিষয় নিয়েও আলাপ করেন।

বৈঠকে রুশ দূত ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি রাশিয়ার সমর্থনের কথা জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের সহযোগিতায় রুশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর