অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন রুশ মন্ত্রী জিনিচেভ

অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ। বুধবার আর্কটিক অঞ্চলে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক এক মহড়া চলাকালে তার এমন মর্মান্তিক মৃত্যু হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫৫ বছরের ইয়েভগেনি জিনিচেভের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো থেকে ২৯শ কিলোমিটার দূরের আর্কটিক নরিলস্ক অঞ্চলে বড় ধরনের মহড়া পর্যবেক্ষণ করছিলেন মন্ত্রী। অনুশীলনের এক পর্যায়ে একজনের জীবন বাঁচাতে গিয়ে তার মৃত্যু হয়।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, পানিতে পড়ে যাওয়া একজন ক্যামেরাম্যানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান জিনিচেভ। নিহত ওই ক্যামেরাম্যানের নাম আলেকজান্ডার মেলনিক।

টুইটারে দেওয়া এক পোস্টে আরটি-এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান বলেন, এক ব্যক্তিকে বাঁচাতে মন্ত্রী পানিতে লাফ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি একটি পাথরের ওপর পড়েন।