ঘনিষ্ঠদের করোনা, সেলফ-আইসোলেশনে পুতিন

ঘনিষ্ঠ কয়েকজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সেলফ-আইসোলেশনে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ক্রেমলিন জানায়, পুতিনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং তিনি সুস্থ আছেন।

করোনাভাইরাসের সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন পুতিন। এই বছরের মার্চ মাসে তিনি টিকা নেন।

ক্রেমলিনের বিবৃতিতে স্বীকার করা হয়েছে, পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের কয়েকজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবারেই তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমনের সঙ্গে আলোচনাতেও সেলফ-আইসোলেশনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন পুতিন।

ক্রেমলিনের বিবৃতি অনুসারে, এই সপ্তাহের চলমান বৈঠকগুলো ভিডিও কনফারেন্সে সম্পন্ন করবেন রুশ প্রেসিডেন্ট।