ইরাক, সিরিয়ার জঙ্গিরা আফগানিস্তানে ঢুকছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরাক ও সিরিয়ার যুদ্ধবাজ জঙ্গিরা এখন সক্রিয়ভাবে আফগানিস্তানে প্রবেশ করছে। বুধবার সাবেক সোভিয়েত দেশগুলোর নিরাপত্তা প্রধানদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের পরিস্থিতি খুব সহজ না। সামরিক অভিযান পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন ইরাক ও সিরিয়া থেকে জঙ্গিরা সক্রিয়ভাবে এখানে প্রবেশ করছে।

পুতিন আরও বলেন, এই জঙ্গিরা প্রতিবেশী দেশগুলোতে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।

এর আগেও পুতিন একাধিকবার সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে চরমপন্থী গোষ্ঠীগুলোর সদস্যরা শরণার্থী হিসেবে প্রতিবেশী সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে প্রবেশ করতে পারে।

কাবুলে নতুন তালেবান নিয়ে সতর্ক আশাবাদী মস্কো। মধ্য এশিয়ায় অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বিগ্ন ক্রেমলিন। তালেবান ক্ষমতা দখলের পর তাজিকিস্তান ও উজবেকিস্তানে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। দেশ দুটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে।