জলবায়ু সম্মেলনে যোগ দেবেন না পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উপস্থিত হবেন না। বুধবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যবশত পুতিন গ্লাসগো যাচ্ছেন না। তবে আমাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি হলো জলবায়ু পরির্তন মোকাবিলা।

আগামী মাসে স্কটল্যান্ডের গ্লাসগোতে ঐতিহাসিক কপ২৬ জলবায়ু সম্মেলনে জড়ো হবেন বিশ্বনেতারা। বিপর্যয়কারী জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে রাখতে মানবতার জন্য এটিই শেষ সুযোগ হিসেবে মনে করা হচ্ছে।

বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ রাশিয়া। সমালোচকরা বলছেন, পরিবেশগত সংকট মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেওয়া থেকে অনেক দূরে রয়েছে দেশটি।

পেসকভ জানান, সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি উপস্থিত থাকবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

২০১৫ সালে প্যারিসে জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর এটিই হবে এই বিষয়ে সবচেয়ে বড় সম্মেলন। আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।