ভারতে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া

ভারতে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ শুরু করেছে রাশিয়া। রবিবার রুশ সেনাবাহিনীর একটি সংস্থার প্রধান দিমিত্রি সুগাইয়েভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এখবর জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কা রয়েছে ভারতের।

রবিবার দুবাইতে একটি অ্যারোস্পেশ শো’তে দিমিত্র সুগাইয়েভ বলেন, প্রথম চালান পাঠানোর কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এই বছরের শেষ দিকে এস-৪০০ সিস্টেমের প্রথম ইউনিট ভারতে পৌঁছাবে।

চীনকে মোকাবিলায় ২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে দূরপাল্লার পাঁচটি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ৫৫০ কোটি ডলারে কেনার চুক্তি করে ভারত।

যুক্তরাষ্ট্রের কাউন্টারিং আমেরিকা’স অ্যাডভারসারিজ থ্রু স্যাংকশন্স অ্যাক্ট-এর আওতায় ভারত বেশ কিছু আর্থিক নিষেধাজ্ঞায় রয়েছে। রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানকে শত্রু হিসেবে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন।

নয়া দিল্লি বলে আসছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। ওয়াশিংটন বলেছে, আইন থেকে ভারতের বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ কম।

গত বছর এই আইনের আওতায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ন্যাটো মিত্র তুরস্কও রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনেছে।