ইউক্রেন সীমান্তে সেনা বাড়ানোয় রাশিয়াকে ন্যাটোর সতর্কবার্তা

ইউক্রেন সীমান্তের কাছে সেনা বাড়ানোয় রাশিয়াকে সতর্ক করেছে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। সীমান্তে সামরিক পরিকল্পনার বিষয়ে রাশিয়াকে স্পষ্ট করারও আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সম্প্রতি সীমান্তে ‘বড় এবং অস্বাভাবিক’ উপস্থিতি লক্ষ্য করা গেছে রুশ বাহিনীর। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে পারে এমন পরিস্থিতির মধ্যেই সীমান্তে সেনা উপস্থিতি নিয়ে মস্কোকে বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানালেন তিনি। তবে অভিযোগ নাকচ করে ওই অঞ্চলে ন্যাটো বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে পাল্টা দাবি রাশিয়ার। 

ব্রাসেলসে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ন্যাটো মহাসচিব বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সীমান্তে উত্তেজনা বন্ধ করা। যেকোনও ধরণের আক্রমণাত্মক পদক্ষেপের বিষয়ে হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

ইউক্রেনের সীমান্তের কাছে প্রায় লাখখানেক রুশ সেনা রয়েছে, সম্প্রতি এমন মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, সীমান্তের কাছে সক্রিয় রুশ সেনাদের গতিবিধি সম্পর্কে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে তথ্য সরবরাহ করছে।