যুক্তরাষ্ট্র ছাড়ছেন আরও ২৭ রুশ কূটনীতিক

যুক্তরাষ্ট্র ছাড়ছেন আরও ২৭ রুশ কূটনীতিক। শনিবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আনাতোলি আন্তোনভ জানান, নতুন করে রাশিয়ার আরও ২৭ কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি তারা দেশটি ছেড়ে যাবেন।

তিনি বলেন, ‘আমাদের কূটনীতিকদের বহিষ্কার করা হচ্ছে। আমার কমরেডদের একটি বড় দল, ২৭ জন আগামী ৩০ জানুয়ারি পরিবারসহ আমাদের ছেড়ে যাবে। আমরা জনবলের একটি গুরুতর ঘাটতির মুখে পড়ছি।’

আনাতোলি আন্তোনভের এই সাক্ষাৎকারের আগে মস্কো দাবি করেছে, ২০১৬ সালে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির পর থেকে এ পর্যন্ত তাদের ১০০ জনেরও বেশি কূটনীতিককে পরিবারসহ যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হয়েছে।