শেষ হলো আসিয়ানের সঙ্গে রাশিয়ার প্রথম নৌ মহড়া

দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে প্রথম যৌথ মহড়া সম্পন্ন করেছে রাশিয়া। অঞ্চলটিতে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই মহড়া অনুষ্ঠিত হলো। শনিবার আসিয়ান সদস্য রাষ্ট্র ইন্দোনেশিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে।

খবরে বলা হয়েছে, তিন দিনের এই মহড়াটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল আসিয়ান সদস্য রাষ্ট্র ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে কৌশলগত সমুদ্রসীমায় আন্তকার্যক্ষমতা বৃদ্ধি।

ইন্দোনেশীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার একটি কৌশলগত প্রভাব রয়েছে। কারণ এটি ইন্দোনেশিয়ার সরকার, আসিয়ান দেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব রচনা করেছে।

দুই ধাপের মহড়ায় আটটি যুদ্ধজাহাজ ও চারটি উড়োজাহাজ অংশগ্রহণ করে। এগুলো অংশগ্রহণকারী দেশ রাশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ব্রুনেই-এর।  

রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল পান্তেলিয়েভের কমান্ডার আলেক্সেই বোলোতনিকভকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিভোস্তকে আসিয়ান-রাশিয়ার পরবর্তী মহড়া অনুষ্ঠিত হতে পারে।