রুশ সরকারের টাকায় ইউটিউব চ্যানেল চলবে না

রাশিয়ার সরকারি কিংবা সরকারি অর্থায়নে ইউটিউব চ্যানেল আছে সব অতিদ্রুত ব্লক করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউটিউব। শুক্রবার সিএনএন এ প্রকাশিত এক বিবৃতিতে ইউটিউব জানায়, সংহিস ঘটনাকে প্রত্যাখ্যান কিংবা দায়সারা গোছের দাবি করে যেসব কনটেন্ট প্রচার করা হয় সেগুলো আমাদের পলিসির সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে রুশ সরকারের অর্থায়নে পরিচালিত যাবতীয় চ্যানেল বিশ্বব্যাপী ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। 

এর ধারাবাহিকতায় টুইটার বার্তায় ইউটিউব জানিয়েছে তারা রাশিয়ার জনপ্রিয় দুটি চ্যানেল আরটি ও স্পুটনিককে ব্লক করেছে। এর আগে রাশিয়ার অনেক চ্যানেলের মনিটাইজেশনও বন্ধ করার ঘোষণা দিয়েছিল ইউটিউব। এক্ষেত্রে লোকজন যারা রাশিয়া-ইউক্রিনে কনফ্লিক্ট লিখে সার্চ দিচ্ছে তাদের জন্য বিকল্প ও নিরপেক্ষ সংবাদ কনটেন্টগুলোকে হাজির করতে ইউটিউবের সিস্টেম কাজ করছে বলেও জানায় ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি।

সূত্র: সিএনএন