জাপানের বিতর্কিত জলসীমায় মহড়া চালাবে রাশিয়া

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় জাপানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছে রাশিয়া। একই সঙ্গে বিতর্কিত এই দ্বীপ এলাকায় সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে মস্কো।

বিতর্কিত ওই চারটি দ্বীপকে রাশিয়া বলে থাকে দক্ষিণ কুড়িল আর জাপান এগুলোকে উত্তরাঞ্চলীয় এলাকা বলে থাকে। এই দ্বীপগুলো নিয়ে ৭০ বছর ধরে দুই দেশের মধ্যে বিরোধ চলছে।

এই বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের চুক্তিতে এখনও সই করেনি রাশিয়া এবং জাপান।

এই সপ্তাহের শুরুর দিকে রাশিয়া জানায় তারা চুক্তি সইয়ের জন্য জাপানের সঙ্গে শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ নিয়ে মস্কোর বিরুদ্ধে টোকিও কঠোর অবস্থান নেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রাশিয়া।

এখন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জেলা জানিয়েছে, তারা ওই দ্বীপ এলাকায় সামরিক মহড়া চালাবে। এই মহড়ায় তিন হাজার রুশ সেনার পাশাপাশি শত শত সামরিক সরঞ্জাম অংশ নেবে।

এর আগে শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করায় রাশিয়ার নিন্দা জানায় জাপান।

সূত্র: বিবিসি