ইউক্রেনে ‘সামরিক অভিযান’ বন্ধের বিষয়ে যা বললো ক্রেমলিন

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, অদূর ভবিষ্যতে ইউক্রেনে তাদের পরিচালিত ‘বিশেষ সামরিক অভিযান’-এর সমাপ্তির আশা করছে রাশিয়া। কারণ, অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে এবং রুশ সেনাবাহিনী ও শান্তির মধ্যস্থতাকারীদের কাজের কারণে অভিযানের সমাপ্তি হতে পারে। শুক্রবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। মস্কো আক্রমণ না বলে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান বলে দাবি করে আসছে। চলমান সংঘাতে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধসহ বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ উঠেছে।

ক্রেমলিন মুখপাত্র বলেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বরখাস্ত করার ভোটে কয়েকটি দেশ চাপের মুখে ভারসাম্য বজায় রাখে এমন অবস্থান নিয়েছে বলে বুঝতে পারছে মস্কো।

ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভোটাভুটির মাধ্যমে বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়েছে।

ব্রিটিশ টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পেসকভ জানান, রাশিয়া প্রত্যাশা করছে অভিযানের লক্ষ্য অর্জিত হবে বা আগামী কয়েক দিন, অদূর ভবিষ্যতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যকার আলোচনার সমাপ্তি ঘটবে।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল আগামী কয়েক দিনের মধ্যে অভিযান শেষ হবে কিনা। জবাবে পেসকভ জানান, আমরা অদূর ভবিষ্যতের কথা বলছি।

এই পূর্বাভাসের ভিত্তি সম্পর্কে পেসকভ বলেন, অভিযান চলমান রয়েছে এবং লক্ষ্য অর্জিত হয়েছে। অভিযানের অগ্রগতি নিরিখে সামরিক পক্ষ এবং ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীরা উল্লেখযোগ্য কাজ করেছেন।