মস্কোয় সেলাই কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১২

nonameরাশিয়ার রাজধানী মস্কোয় একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১২ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার গ্রীনিচ মান সময় ১১টায় একটি সেলাই কারখানায় এ আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর তা নেভানো হয়।

রবিবার রুশ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের অনেকেই অভিবাসী শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকরা কারখানাতেই বাস করত।

তদন্তকারীরা জানান, মস্কোর পূর্বাঞ্চলের একটি কারখানায় আগুন লাগলে তা ৩ হাজার বর্গ মিটার স্থানজুড়ে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ছাদ ধসে পড়ে। আগুন নিভে যাওয়ার পরে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার কারণ জানা যায়নি। অবহেলা নাকি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে তা জানতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে কারখানায় আগুন লাগানো হয়ে থাকতে পারে।

/এএ/