যুদ্ধে যেতে অস্বীকৃতি, শতাধিক রুশ সেনা বরখাস্ত

ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণে প্রত্যাখ্যান করায় ন্যাশনাল গার্ডের ১১৫ সেনাকে বরখাস্ত করেছে রাশিয়া। এতে ইউক্রেনে মস্কোর আক্রমণে রুশ নিরাপত্তা বাহিনীর কিছু অংশে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। এ খবর জানিয়েছে ফরাসি নিউজ এজেন্সি এএফপি। 

রাশিয়ার কাবারডিনো-বালকারিয়ার একটি সামরিক আদালত বুধবার জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষার পাশাপাশি রাশিয়ার নিরাপত্তা বাহিনীর ন্যাশনাল গার্ডের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ঘটনার তদন্তে দেখা গেছে, সেনারা ইচ্ছাকৃতভাবে অফিসিয়াল দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছিল। এ নিয়ে সামরিক গোপনীয়তা রক্ষার্থে কিছুটা আড়ালে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (২৬ জুন) ইন্টারফেক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইউক্রেনে মস্কোর ‘বিশেষ অভিযান’ সম্পর্কিত অ্যাসাইনমেন্ট প্রত্যাখ্যান করে ন্যাশনাল গার্ডের কিছু সদস্য। যদিও মস্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।