‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। আর্কটিক বারেন্ট সাগর থেকে পরীক্ষা চালানো হয়েছে বলে শনিবার (২৮ মে) দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ১ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম জিরকন ক্ষেপণাস্ত্র। সাগরে যুদ্ধ জাহাজ থেকে ছোড়া হয় মিসাইলটি। ইতোমধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে।

বছরের শুরুতে জিরকন মিসাইল ব্যবস্থাকে নতুন প্রজন্মের অস্ত্র আখ্যা দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অদূর ভবিষ্যতে যুদ্ধে রাখা হবে বলে মন্তব্য করেন তিনি।

চলতি মাসে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের পক্ষ থেকে দাবি করা হয়, ইউক্রেনে যুদ্ধে ১০-১২টি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের অস্ত্র গুদামে শক্তিশালী হামলা কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে মস্কো।