রাশিয়ায় বিনিয়োগের আহ্বান পুতিনের

রাশিয়ার ব্যবসায়ীদের প্রতি নিজ দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

রুশ প্রেসিডেন্ট বলেন, এখানে বিনিয়োগ করুন। রাশিয়ার বিশাল সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আপনার নিজ দেশে বিনিয়োগ করা নিরাপদ। যারা এটা শুনতে চায়নি তারা বিদেশে বিপুল পরিমাণ অর্থ হারিয়েছে।

এদিন রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞারও সমালোচনা করেন পুতিন। তিনি বলেন, নিষেধাজ্ঞা তাদেরই বেশি ক্ষতি করবে যারা (পশ্চিমা দুনিয়া) এটি আরোপ করেছে। আর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়নের ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্ষতি হতে পারে।

ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন তার রাজনৈতিক সার্বভৌমত্ব হারিয়েছে বলেও দাবি করেন পুতিন। তিনি বলেন, ইউরোপের দেশগুলোতে মুদ্রাস্ফীতি বাড়ছে এবং নিষেধাজ্ঞার ফলে দেশগুলোতে বৈষম্য আরও বাড়বে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।