লুহানস্ক দখল মহাকাশে উদযাপন করলেন রুশ মহাকাশচারীরা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রাশিয়ার সেনাবাহিনী কর্তৃক ইউক্রেনের লুহানস্ক অঞ্চল দখল উদযাপন করেছেন রুশ মহাকাশচারীরা। সোমবার চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ এই জয়ের পর উদযাপনে মেতে ওঠেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস লুহানস্ক অঞ্চল রাশিয়ার দখলে নেওয়াকে ‘মুক্তির একটি দিন যা পৃথিবী ও মহাকাশে উদযাপনের মতো’।

রসকসমসের পক্ষ থেকে রুশ মহাকাশচারী ওলেগ আর্তেমিয়েভ, ডেনিস মাতভিব ও সের্গেই কোরসাকভের একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে তারা হাস্যোজ্জ্বল মুখে স্বঘোষিত লুহানস্ক পিপল’স রিপাবলিক ও ডনেস্ক পিপল’স রিপাবলিকের পতাকা ধরে আছেন।

টেলিগ্রাম অ্যাপে রসকসমস লিখেছে, এটি একটি দীর্ঘ প্রতীক্ষিত দন। লুহানস্ক অঞ্চলের মানুষ আট বছর ধরে দিনটির অপেক্ষায় ছিলেন। আমরা নিশ্চিত যে ২০২২ সালের ৩ জুলাই লুহানস্কের ইতিহাসে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

রবিবার রাশিয়া ঘোষণা করে যে তারা লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেন শহরটির নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করলেও দাবি করেছে, সেনাদের জীবন রক্ষার জন্য তারা পিছু হটেছে। শহরটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ভয়াবহ হামলায় ইউক্রেনের কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তাদের অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনসহ পশ্চিমারা অভিযোগ করেছে রুশ সেনারা যুদ্ধাপরাধ করছে। মস্কো এই অভিযোগ অস্বীকার করে আসছে।