জি-২০ বৈঠক থেকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ওয়াক আউট

বিশ্বের অগ্রসর অর্থনীতির বিশটি দেশের জোট জি-২০ এর বৈঠক থেকে ওয়াক আউট করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বৈশ্বিক খাদ্য সংকটের জন্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণ দায়ী নয় এবং রাশিয়াকে বিচ্ছিন্ন করতে জারি করা নিষেধাজ্ঞা হলো যুদ্ধের ঘোষণার মতো, বলার পর বৈঠক থেকে তিনি বের হয়ে যান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

শুক্রবারের বৈঠকটি ছিল ইউক্রেনে আক্রমণ শুরুর পর পশ্চিমা নেতাদের সঙ্গে ল্যাভরভের প্রথম মুখোমুখি বৈঠক। এখানে তিনি পশ্চিমাদের বিরুদ্ধে উন্মত্ত সমালোচনার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, মস্কোর পদক্ষেপ ছিল ন্যায়সঙ্গত।

এবারের জি-২০ সম্মেলন ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে ল্যাভরভ বলেন, পশ্চিমারা যদি চায় না আলোচনা হোক কিন্তু তারা আশা করে যে রণক্ষেত্রে রাশিয়াকে হারিয়ে দেবে ইউক্রেন। তাহলে পশ্চিমাদের সঙ্গে আলোচনার কিছু নেই।

সৌদি আরব ও মেক্সিকোর মাঝখানে বসেন ল্যাভরভ। তিনি আরও অভিযোগ করেছেন, যুদ্ধে ইউক্রেনকে নিজেদের অস্ত্র ব্যবহারে চাপ দিচ্ছে পশ্চিমারা।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবখ যখন কথা বলতে শুরু করেন তখন বৈঠক থেকে বের হয়ে যান ল্যাভরভ।

পরে তিনি পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, আগ্রাসনকারী, আক্রমণকারী, দখলদার। এমন কিছু বিষয় আজ আমরা শুনেছি।